About Madrasah
আগ্রাবাদ হাউজিং আবাসিক এলাকা শরীয়তভীলা ২নং সড়ক ২নং ভবনে অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্পিত দ্বার উম্মোচিত করে সু-শিক্ষার আলো বিকশিত করছে।
শিক্ষাদানের পদ্ধতি
পাঠদানের মাধ্যমে মাতৃভাষা বাংলা এবং আরবি ও ইংরেজিতে প্রধান্য দেয়া হয়েছে। অর্থাৎ General Curriculam, Arabic & English Environment. শিক্ষাবর্ষের গুরুত্ব সুষ্ঠ পরিকল্পনা গ্রহণ সাপেক্ষে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন। এতে ক্লাস, বিভিন্ন পরীক্ষার সময়সূচি , ছুটিসহ সকল একাডেমিক এবং অন্যান্য কার্যক্রম উল্লেখ থাকে । যা অনূসরণ করে পুরো বছরের লেখা পড়া সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়। শিক্ষাবর্ষ হবে জানুয়ারি হতে ডিসেম্বর মাস।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে সকল শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি অনূসরণ করতে যাচ্ছে । শিক্ষার্থীদের এই পদ্ধতির সাথে মানিয়ে নেয়ার লক্ষ্যে আমরাও এত্র মাদ্রাসা সেমিস্টার পদ্ধতি অনূসরণ করেছি। শিক্ষার্থীদের পাঠগ্রহণ ও শিখনকে সহজ, সাবলিল , টিউটেরিয়াল ও বাৎসরিক তিন সেমিস্টার পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়।সেমিস্টার পরীক্ষার পূর্বেই সিলেবাস এবং যুগোপযোগী হয়।
Read More